Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী খুন: গ্রেফতার ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৫২

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের মামলায় গ্রেফতার ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেফতার ১১ জনকে চট্টগ্রাম আদালতে আনা হয়।

এর আগে রোববার বিকেলে নগরীর সেবক কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ১১ জন হলেন- প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০), দেবী চরণ (৩৬)। তারা সবাই সেবক কলোনি এলাকার বাসিন্দা।

সব মিলিয়ে এখন পর্যন্ত আইনজীবী আলিফ হত্যা মামলায় এজাহারনামীয় ২১ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার আসামিদের মধ্যে এখন পর্যন্ত আসামি চন্দন দাস, রাজীব ভট্টাচার্য্য ও রিপন দাশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সারাবাংলাকে জানান, আইনজীবী আলিফ খুনের মামলায় ১১ জন এজাহারনামীয় আসামিকে পুলিশ আদালতে হাজির করে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা(ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

এর পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে আসছে। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

আইনজীবী খুন কারাগারে পাঠানোর নির্দেশ গ্রেফতার গ্রেফতার ১১ জন

বিজ্ঞাপন

বিতর্কের মধ্যে জেগে উঠল রাজশাহী
২৭ জানুয়ারি ২০২৫ ২০:০১

আরো

সম্পর্কিত খবর