সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে দুদকের মামলা
২৬ জানুয়ারি ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৫৩
খাগড়াছড়ি: ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও রাষ্ট্রীয় সম্পত্তিতে রিসোর্ট নির্মাণের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৬ জানুয়ারি) মামলাটি দায়ের হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম জানান, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে খাগড়াছড়ি সদর উপজেলাধীন আলুটিলা পর্যটন কেন্দ্রের পার্শ্বে ২৬২ নম্বর গোলাবাড়ী মৌজায় ৪৮৫৭ (আং) খাস দাগে ০৪ একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করে খাস্রাং রিসোর্ট নির্মাণ করে ১,০২,০৬,০০০/- টাকা (এক কোটি দুই লক্ষ ছয় হাজার টাকা) মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাত করার অভিযোগে মামলা করেন দুদক, প্রধান কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ। দন্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাবেক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতার অপব্যাবহার করে ২০২০-২০২৪ সালের মধ্যে খাস্রাং হিল রিসোর্ট নির্মাণ করেন। ওেই রিসোর্টটিতে (ক) একটি তিন তলা বিশিষ্ট পাকা বিল্ডিং। (খ) একটি দ্বিতলা বিশিষ্ট পাকা বিল্ডিং; (গ) দু’টি সেমিপাকা টিন শেড বড় রিসোর্ট; (ঘ) একটি টিন শেড কাঠের উপর নির্মিত ঘর; (ঙ) একটি সেমি পাকা কাঠের উপর তৈরি রিসোর্ট; (চ) দু’টি পাকা টয়লেট: (ছ) একটি কাঠের উপর নির্মিত রেস্টুরেন্ট ও রান্না ঘর; (জ) পাঁচটি ঝুপড়ি ঘর আছে।
মামলার বিবরণের আরও জানা যায়, বর্ণিত জমি জেলা প্রশাসকের কার্যালয় হতে সাবেক প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরার নামে কোনো প্রকার ইজারা প্রদান করা হয়নি। অথচ তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য তথা পাবলিক সার্ভেন্ট হয়ে নিজের উপর অর্পিত ক্ষমতার ও পদপদবীর অপব্যবহার এর মাধ্যমে অপরাধমূলক অসদাচরন ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে চার একর সরকারি খাস জমি দখল করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে খাস জমিতে অনেক স্থাপনাসহ একটি পূর্ণাঙ্গ রিসোর্ট (খাস্রাং রিসোর্ট) নির্মাণের মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেন। তিনি তখন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য, কুজেন্দ্র লাল ত্রিপুরা (৬২) হচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার পূর্ব থানা পাড়া এলাকার মৃত হরি কুমার ত্রিপুরা ও উমাদিনী ত্রিপুরার ছেলে।
সারাবাংলা/পিটিএম