শ্রমিক নেতা গ্রেফতার
১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
২৬ জানুয়ারি ২০২৫ ২২:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০০:২৩
খুলনা: খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬টি জেলায় পরিবহণ বন্ধ করে দেন তারা। পরে তারা ট্যাংকলরি রেখে খালিশপুর এলাকার বিআইডিসি সড়ক অবরোধ করে। এ ছাড়া, শ্রমিকরা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সী বলেন, ‘মিথ্যা মামলায় আলী আজিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
খুলনা মহানগর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, রোববার দুপুরে স্থানীয় লোকজন ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজমকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম