Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে শিক্ষক ফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২২:১৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৫

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।

রোববার (২৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি নাসির উদ্দিন খান ও সেক্রেটারি জেনারেল আব্দুস সবুর এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, ৪০ বছর যাবত অধিকার বঞ্চিত, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের শিকার মানুষ গড়ার কারিগর ইবতেদায়ী শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার গোটা শিক্ষক সমাজকে অপমান করার সামিল। এ ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার ভার অন্তর্বর্তী সরকারকে বহন করতে হবে।’

শিক্ষক নেতারা বলেন, ‘গত ২০ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। তাদের অভিযোগ- ২০১৩ সালে শেখ হাসিনার সরকার ২৬ হাজার রেজিস্টার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে। কিন্তু, একই পরিপত্রে স্বীকৃতিপ্রাপ্ত একটি ইবতেদায়ী মাদরাসাও জাতীয়করণ করা হয়নি। তাই জুলাই এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আর বৈষম্য থাকবে না, এক দেশে দুই নীতি চলতে পারে না, জাতীয়করণের এই আশায় তারা জাতীয় প্রেসক্লাবে অবস্থান করে।’

তারা বলেন, ‘প্রায় এক সপ্তাহ শিক্ষকরা প্রেসক্লাবে অবস্থান করলেও কেন সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসে সমঝোতার চেষ্টা করলেন না। উপরন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালানো হল, রক্তাক্ত করা হল। এমনকি নারী শিক্ষকও পুলিশের আক্রমণ থেকে রেহাই পায়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

শিক্ষক ফোরাম শিক্ষকদের ওপর হামলা হামলার নিন্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর