Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার দুপুরে চরমোনাই পীরের কাছে যাচ্ছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৬

ঢাকা: জামায়াতের আমির ড. শফিকুর রহমানের পর এবার চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশালে গিয়ে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ ঘটনার পর থেকেই জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে নির্বাচন ও রাজনৈতিক জোট গঠনের একটা আওয়াজ শোনা যাচ্ছিল রাজনৈতিক পরিমণ্ডলে।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে সৈয়দ রেজাউল করীম বলেন, ‘দুইটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। ৫ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। তারা ইসলামের পক্ষে একটি বাক্স চায়। দেশের ইসলামী ও সমমনা দলগুলোকে কীভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায়, সে লক্ষ্যে আমরা করাজ করছি।’

শুধু তাই নয়, প্রায় প্রতিদিনই বিএনপিকে ইঙ্গিত করে নানা ধরনের নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা।

সর্বশেষ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছিল। ফ্যাসিস্ট সরকার পলায়নের পর এখনো দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি।’

বিজ্ঞাপন

এর পরই ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ বিভাগ থেকে খবর এল সোমবার ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোল চরমোনাই পীর বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর