‘আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই’
২৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২২:১৭
ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই, বুচার অব বাংলাদেশ।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েকে, শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকদেরকে যেভাবে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাকে যারা প্লাটফর্ম দিচ্ছে, নিউজ যারা করছে, এবার তাদের মান বোঝেন।’
শফিকুল আলম বলেন, ‘এটা একটা ইন্টারন্যাশনাল বড় রকমের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ এমন কাউকে তাদের প্ল্যাটফর্ম দেয় না ইন্টারভিউ দেওয়ার জন্য। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অব বাংলাদেশ।’
সারাবাংলা/জিএস/এসআর