Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০১

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারিনি। ঢাকা থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন ওই বৃদ্ধকে ধাক্কা দেয় বলে আমরা জানতে পেরেছি। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম ট্রেনে কাটা পড়ে মৃত্যু মহানগর এক্সপ্রেস ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর