চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০১
২৬ জানুয়ারি ২০২৫ ২০:২২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারিনি। ঢাকা থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন ওই বৃদ্ধকে ধাক্কা দেয় বলে আমরা জানতে পেরেছি। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/এসআর