জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সুইসাইড নোট
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৭
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর পুরান ঢাকা এলাকায় ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) পুরান কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। ভোর সাড়ে ৪টার দিকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পর ভোর ৬টার দিকে থানায় গিয়েছি। প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরবর্তীতে ঘটনাস্থলেও প্রেমিক এসেছিল।’
প্রক্টর আরও বলেন, ‘শাম্মী একটি নোটও লিখে রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক, পুলিশের সঙ্গেও কথা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করবে।’
সারাবাংলা/এমপি