সাতক্ষীরায় দুই মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩
সাতক্ষীরা: সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সোবহান (৬৭) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আরোহী আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের মৃত শামজেদ আলী সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা খামারবাড়িতে উচ্চসহকারী পদে থাকা অবস্থায় অবসরে যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের স্বজনরা জানান, সকালে বাজার করতে বাড়ি থেকে বের হন আব্দুস সোহবান। মোটরসাইকেলে ফেরার পথে আমতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ঘে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর