Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুল ছাড়ার আগে শেষ ইচ্ছার কথা জানালেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১২:১৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:৩৩

লিভারপুলের হয়ে দারুণ ফর্মে আছেন সালাহ

এই মৌসুমের শুরুতেই আভাস দিয়েছিলেন, লিভারপুলে তার সময় ঘনিয়ে এসেছে। ২০২৫ সালে লিভারপুলকে বিদায় বলবেন মোহাম্মদ সালাহ, এ অনেকটাই নিশ্চিত বলা চলে। ক্লাবের হয়ে সম্ভাব্য শেষ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করছেন সালাহ। বিদায়ের আগে সালাহ বলছেন, শেষ মৌসুমে লিভারপুলের হয়ে লিগ শিরোপা জিততে চান তিনি।

লিভারপুলের হয়ে এবার দারুণ ফর্মে আছেন সালাহ। সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে গোল পেয়েছেন ২৩টি। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও ছাড়িয়ে গেছেন অন্যদের। সালাহ গোল করিয়েছেন ১৭টি। তার দুর্দান্ত ফর্মেই ইপিএলে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল।

বিজ্ঞাপন

ক্লাব ছাড়ার আগে আরেকটি প্রিমিয়ার লিগ শিরোপা জিততে চান সালাহ, ‘এই বছর আমার লক্ষ্য অন্তত একটি শিরোপা জেতা। সেটা প্রিমিয়ার লিগের শিরোপা হলেই বেশি খুশি হবো। এই দলের আরেকটি লিগ শিরোপা জেতা জরুরি। আমরা শেষবার যখন লিগ জিতেছিলাম, সেই দলের অর্ধেকই আর নেই। এখনো আমরা যারা আছি, সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা দরকার।’

মৌসুমের শুরুতে তার ফর্ম নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। ‘বুড়ো’ সালাহকে লিভারপুলের ছেড়ে দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। তবে সেই সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন সালাহ। লিভারপুলের পারফরম্যান্সের গ্রাফটাও তরতর করে উপরে উঠেছে সালাহর সাথেই।

সালাহ দল ও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘মৌসুমের এই সময়ের মাঝেই ২০ গোল করা দারুণ ব্যাপার। আমি নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত। আমাদের সবার আরও শিরোপা দরকার। আমরা সব জিতেছি। কিন্তু প্রিমিয়ার লিগটা একবারই জিতেছি। এটা আবার জিততে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

মোহাম্মদ সালাহ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর