ড. ইউনূসের কাছে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের স্মারকলিপি প্রদান
২৬ জানুয়ারি ২০২৫ ১১:৫০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৭
ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (২৬ জানুয়ারি) প্রদান করা স্মারকলিপিতে ঐক্য জোটের নেতারা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে শিক্ষক ঐক্য জোট নেতারা উল্লেখ করেছেন, ‘বৈষম্যের স্বীকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা। তাই ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার (প্রধান উপদেষ্টা) হস্তক্ষেপ কামনা করছি।’
তাদের প্রস্তাবিত দাবিগুলো হলো-
০১। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আতীয়করণের ঘোষণা করা।
০২। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রেজিট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা।
০৩। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদরাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
০৪। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন করা।
০৫। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা।
০৬। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা করা।
আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন বলেন, ১৯৮৪ইং সনে ৭৮ অর্ডিনেন্স ১৭ এর ২ ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদরাসা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্বীকৃতি লাভ করে। তৎসময় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এনসিটিবি কর্তৃক পাঠ্য-পুস্তক দ্বারা শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হয়।
আল-আমিন আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের যোগ্যতা সমমান। ১৯৯৪ সালে একই পরিপত্রে পাঁচ’শ টাকা ভাতা প্রাপ্ত হন তারা। তৎসময় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়ে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সমমানের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শুধুমাত্র ১ হাজার ৫১৯টি মাদরাসা পাঁচ’শ টাকায় অনুদানে অন্তর্ভুক্ত করা হয়। বাকি মাদ্রাসাগুলো অনুদান থেকেও বঞ্চিত করা হয়। বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদরাসা প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩ হাজার ৩০০ টাকা অনুদান পায়।
৪০ বছর অনুদানভুক্ত ও অনুদান বিহীন মাদরাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবন যাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
সারাবাংলা/এ এইচ এইচ/এনজে