Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:৩১

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুস (৪০) জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো.আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় অটোরিকশা চালক অংক্যচিং মারমা (২২) সড়কে পড়ে আহত হন। আহত অটোরিকশাচালক অংক্যচিং জেলা সদরের ধর্মঘর এলাকার সাথোয়াই মারমার ছেলে

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিএম রাকিব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পথচারীকে চাপা দেওয়ার ঘটনায় অটোরিকশাচালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি আহত হওয়ায় চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় অটোরিকশা চালক মদ্যপাবস্থায় ছিলেন।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর