Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংশ্লিষ্ট বিভাগ সংস্কার না করলে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:৪৫

জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন

ভোলা: নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না করে নির্বাচন দিলে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের দাবি উঠেছে আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছি, আমরাও সংস্কার চাই। বিগত স্বৈরচারী সরকারের সময়ে রাষ্ট্রের সকল বিভাগ রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। তবে নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য যে যে বিভাগগুলো সংযুক্ত যেমন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেক্ট্রোরাল সিস্টেম, জুডিসিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসহ ৬-৭টি বিভাগ সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না।

অধ্যাপক গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করুন। ১৩টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটার রিপোর্ট এসে গেছে, আরও আসবে। আমরা মনে করি আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি মতবিনিময় করেন তাহলে সংস্কারের কাজগুলো আপনি শেষ করতে পারবেন। তারপর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে জামায়াতে ইসলামী রাজি আছে।

যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝ থেকে জীবন দিয়ে চলে গেল তারা আমাদেরকে ঋণী করে গিয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, যারা জীবন দিয়ে দিয়েছে তাদের দায় আমাদেরকে শোধ করতে হবে। তারা একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল। যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন ও নিপীড়ন থাকবে না। মানুষ আদালতে সুবিচার পাবে, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বার বার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে। দেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছেই নতুন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলতেছেন। ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইত ওনাদের মুখেও সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতার ৫৩ বছর পর আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো ভূমিকায় না গিয়ে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারন করে আমরা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই। এটাই জনগণ চায়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে নারী-পুরুষ ও শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছে। ট্রাকের ওপর লাশের স্তুপ করে পেট্রল-কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। এতো বড় নিষ্ঠুরকে আল্লাহ পছন্দ করতে পারে? পারে নাই। তাই পালিয়ে যেতে হলো।

তিনি বলেন, ইতিহাসে অনেক স্বৈরচারের কথা আমরা জানি। কিন্তু শেখ হাসিনার বিদায় হয়েছে নির্লজ্জভাবে। ওনি পালিয়ে গিয়েও বসে নেই। দেশের বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করছেন। এ দেশ থেকে ওনার অনুসারীরা বলে, আপা দেশের অবস্থা ভালো না আপনি আসেন আমরা আছি। ওনি বলেন যে তোমরা চিন্তা করো না আমি কাছকাছি আছি যে কোনো সময় দেশে ঢুকে পরবো। আপনি দেশে ঢুকেন তারপর দেখতে পাবেন বাংলাদেশের মানুষ এতো বড় খুনি ফ্যাসিস্টের সঙ্গে কি আচরণ করে।

বিজ্ঞাপন

এ সময় তিনি ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপানের দাবি জানান।

জামায়াতে ইসলামীর জেলা আমির মুহাম্মদ জাকির সোসাইনের সভাপতিত্ব কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রেীয় কর্ম পরিষদ সদস্য ও রবিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী।

সারাবাংলা/এইচআই

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর