বশেমুরবিপ্রবি
ছাত্রলীগের স্লোগান দিয়ে হামলা, সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৪
২৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:১২
বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগান দিয়ে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৪।
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীরা জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়া হয়।
আহতরা হলেন, জুলাই আন্দোলনের সমন্বয়ক জসিম ও শরীফ। এ ছাড়াও বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক ফয়সাল ও সারাবাংলা ডটনেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ রাসেল।
আহত সমন্বয়করা প্রক্টর দফতরে অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান রয়েছে।
জানা গেছে, হামলাকারীরা প্রক্টরিয়াল বডির এক সদস্যের উপস্থিতিতে স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনের নেতাদের ওপর আক্রমণ চালায়।
সাংবাদিক রাসেল বলেন, হামলার ঘটনায় ছবি তোলার সময় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। এ ছাড়া, সোহাগ ছাত্রলীগের জোরে সাংবাদিকদেরও একাধিকবার হেনস্তা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থী ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সারাবাংলা/এইচআই