Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় জেলেদের জালে ধরা পড়ল ১ মণ ওজনের বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪

যমুনায় জেলেদের জালে ধরা পড়া বাঘাইড় মাছ। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। প্রায় এক মণ ওজনের ধরা পড়া মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট বাজার থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম মিয়া বাঘাইড়টি ক্রয় করেন।

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে কয়েকজন জেলে জাল ফেলেন। এ সময় তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। মাছটি ধরে বাজারে উঠালে দেখতে ভীড় জমায় উৎসুক লোকজন।

মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, ৪৮ হাজার টাকায় তিনি মাছটি ক্রয় করেছেন; ঢাকায় নিয়ে বিক্রি করবেন।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া জানান, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় মাছ পাওয়া যায়। সকালে সাড়ে ৩৮ কেজি ওজনের মাছটি হাটে তোলা হলে উন্মুক্ত দরে বিক্রি হয়।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল বাঘাইড় মাছ ভূঞাপুর যমুনা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর