Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১০:৫২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫৭

ছেলে তারেক রহমান এবং পুত্রবধু ডা. জোবায়দা রহমানের সাথে ছেলের বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা: ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ৯ টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩ টার দিকে) ‘লন্ডন ক্লিনিক’ থেকে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ১০ টায় বিএনপির মিডিয়া সেল থেকে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪ টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, ‘খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে, সে ব্যাপারে ‘লন্ডন ক্লিনিক’ ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন।’

তিনি বলেন, ‘লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন। চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন। খালেদা জিয়ার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’

ডা. জাহিদের এই বক্তব্যের ২৪ ঘণ্টা পর শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে হাসপাতাল ছেড়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, খালেদা জিয়ার বাসায় আগমন উপলক্ষে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের তিন কন্যা সন্তান, খালেদা জিয়ার দুই পুত্রবধূ এবং অন্যান্য আত্মীয় স্বজন তারেক রহমানে বাসায় ভিড় করেছেন। বাসাটাকে খালেদা জিয়ার রুচি ও পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এজেড/এনজে

খালেদা জিয়া চিকিৎসা বিএনপি লন্ডন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর