সিটি ছেড়ে এসি মিলানে ওয়াকার
২৫ জানুয়ারি ২০২৫ ১০:০৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১০:০৬
মৌসুমের মাঝপথে সবাই অবাক করেই ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সিটি অধিনায়ক কাইল ওয়াকারের পরবর্তী গন্তব্য কোথায়, সে নিয়েই ছিল নানা আলোচনা। অবশেষে ইংল্যান্ড ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন এই ইংলিশ ডিফেন্ডার। এখন থেকে ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়েই খেলবেন ওয়াকার।
৩৪ বছর বয়সী ওয়াকার সিটিতে আর থাকতে চান না, এই মাসের শুরুতেই জানিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। ক্লাব ছাড়ার ব্যাপারে ওয়াকারও কিছুদিন পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। মৌসুমের বাকি সময়টা কোথায় কাটাবেন ওয়াকার, সেটা নিয়েই ছিল গুঞ্জন। সৌদি আরবে যেতে পারেন ওয়াকার, শোনা যাচ্ছিল এমনটাই।
তবে শেষ পর্যন্ত সৌদিতে না গিয়ে ইতালিয়ান সিরি আতেই যাচ্ছেন ওয়াকার। এই মৌসুমের বাকি সময়ের জন্য তাকে ধারে নিয়েছে এসি মিলান। ক্লাবের হয়ে ৩২ নম্বর জার্সিতে খেলবেন তিনি। এই মৌসুম শেষে তাকে পূর্ণ মেয়াদের জন্য কিনে নেবে ক্লাবটি।
আনুষ্ঠানিকভাবে সিটি ছেড়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে ওয়াকার বলছেন, সিটিকে খুব বেশি মিস করবেন তিনি, ‘আমি সিটির সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কোচ, সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক; এতগুলো বছর সবাই আমার পাশে ছিলেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই পেপ গার্দিওলাকে। এত বছর আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
আগামী ২৬ জানুয়ারি পারমার বিপক্ষে ম্যাচ দিয়ে মিলানের জার্সি গায়ে অভিষেক হতে পারে ওয়াকারের।
সারাবাংলা/এফএম