Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল’

স্পেশাল করেসপডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৯

ধানমন্ডি রাইফেল স্কয়ারের সামনে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকা: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জোরেসোরে সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল। কারণ ২০২৩ সালে বিএনপির দেওয়া ৩১ দফার মধ্যে যা ছিল, সেটাই এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

‘তাই আমি মনে করি, জনগণের সরকার এবং আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে’— বলেন নাসির উদ্দিন আহমেদ অসীম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি রাইফেল স্কয়ারের সামনে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন অসীম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে যে ৩১ দফা দিয়েছিলেন সেখানে উল্লেখ করা হয়েছে যে বিএনপি যদি সরকারে যায়, তাহলে সরকার গঠন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। প্রধানমন্ত্রী পরপর দুই বার থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে।’

তিনি বলেন, ‘এখন দেখছি সংস্কারের ক্ষেত্রে সেই কথাগুলোই বলছে অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল। অর্থাৎ সংস্কারের প্রশ্নে সবাই যা আজকে চিন্তা করছে, সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই জনগণের সামনে তুলে ধরেছিলেন। সুতরাং সংস্কারের বিষয়টি বিএনপিই আগে উপলব্দি করতে পেরেছে এবং বিএনপির হাত দিয়েই দেশের প্রয়োজনীয় সংস্কার হবে।’

সারাবাংলা/এজেড/এইচআই

৩১ দফা বিএনপি ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর