‘রামপাল-মোংলায় কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না’
২৪ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২১:৩০
বাগেরহাট: কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, রামপাল-মোংলায় সন্ত্রাসীদের জানপদে পরিণত করেছিল আওয়ামী লীগের সাবেক মেয়র খালেক তালুকদার ও তার স্ত্রী হাবিবুন নাহার। এখানে আর কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলার ফয়লাহাট মসজিদ চত্তরে বিএনপি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার রাষ্ট্র মেরামতের দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। রামপালে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হবে। আওয়ামী লীগের লোকজন নিয়ে কোনো কমিটি করতে দেওয়া হবে না।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
জনসমাবেশ উপজেলার ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট ও মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/এসআর