Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে তৈরি এসি বাজারে আনছে প্যানাসনিক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৭

বাজারে নতুন এসি এনেছে প্যারাসনিক।

ঢাকা: দেশে তৈরি এয়ার কন্ডিশনার (এসি) বাজারে নিয়ে এসেছে ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড প্যানাসনিক। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নতুন একটি মাইলফলক সৃষ্টি করেছে। নতুন এই যাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের পণ্যের পরিধি আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্যানাসনিক জানিয়েছে, এয়ার কন্ডিশনার (এসি) তৈরিতে ৬৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন কোম্পানি প্যানাসনিক বাংলাদেশে তৈরি ইনভার্টার এসি লাইন-আপ কেইউ সিরিজের নতুন পরিসর চালু করেছে। নতুন মডেলগুলো স্থানীয় চাহিদা অনুসারে কাস্টমাইজ করা হয়েছে। এক, দেড় ও দুই টন মডেলে দেশের তৈরি এসি পাওয়া যাবে প্যানাসনিকে।

কেইউ সিরিজের পাশাপাশি গ্রাহকরা ডব্লিউইউ, এইচইউসহ বিশাল রেন্জের মডেলও বেছে নিতে পারবেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির অথোরাইজড পার্টনারদের সব রিটেইল আউটলেটে এখন থেকে সব মডেলের এয়ার কন্ডিশনার পাওয়া যাচ্ছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিএলএসআইএনডির প্যানাসনিক মার্কেটিং ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফুমিয়াসু ফুজিমোরির উপস্থিতিতে মেড-ইন-বাংলাদেশ এয়ারকন কেইউ-সিরিজ উদ্বোধন করা হয়েছে। জেনারেল ম্যানেজার ভূপেন্দ্র ভরদ্বাজ এবং মিডিয়া ম্যাট্রিক্স-জিবিইএসের এমডি সুনীল বাত্রাসহ আরও অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্যানাসনিক মার্কেটিং ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফুমিয়াসু ফুজিমোরি বলেন, ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ প্যানাসনিকের জন্য একটি কৌশলগত দেশ এবং আমাদের নতুন পরিসরের এয়ার কন্ডিশনার চালু করা হয়েছে। ভোক্তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ও স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই করে এসিগুলো ডিজাইন করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন থেকে শুরু করে একটি সংযুক্ত, আরামদায়ক, সুবিধাজনক ও ইনভার্টার প্রযুক্তির প্যানাসনিকের নতুন পরিসরের এসি প্রযুক্তি, স্থায়িত্ব, বিশ্বাস এবং গুণমানের প্রতিশ্রুতি দেয়।’

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানায়, প্রশস্ত আইডিইউ ও উচ্চ সিএফএম এবং একটি শক্তিশালী মোডের মাধ্যমে প্রতিটি কোণে উচ্চতর শীতলতা নিশ্চিত করা হয়। প্যানাসনিকের এয়ার কন্ডিশনারগুলোতে জেটস্ট্রিম এয়ারফ্লো থাকে যা ৪৫ ফুট পর্যন্ত বাতাস দিতে পারে। প্যানাসনিক ১০০ বছরেরও বেশি পুরনো বিশ্বস্ত ব্র্যান্ড। প্যানাসনিক ৭টি দেশে উৎপাদন অব্যাহত রেখেছে এবং ১০০টিরও বেশি দেশে এসি সলিউশন বিক্রি করছে।

সারাবাংলা/ইএইচটি/এমপি

এসি প্যানাসনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর