মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা
২৪ জানুয়ারি ২০২৫ ১৭:২০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২০:১১
ঢাকা: রাজধানীতে মায়ের সঙ্গে অভিমান করে অর্পিতা খাতুন (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উত্তর বাড্ডা সাতারকুল আলিনগর নিজ বাসায় এ ঘটনা ঘটে।
অর্পিতা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দর্জি কয়েরী গ্রামের মো. আকিজ মিয়ার মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা সাতারকুল আলিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তিনি ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করত।
অর্পিতার মা তাসলিমা বেগম বলেন, দুই ভাই বোনের মধ্যে অর্পিতা ছিল বড়। ছোট ছেলে স্থানীয় একটি মাদরাসায় পড়ে। এক মাস পর মাদরাসা থেকে আজ বাসায় আসে ছেলে। দুপুরে টেলিভিশন দেখা নিয়ে দুই ভাই বোনের ঝগড়া বাধে। সে সময় অর্পিতাকে বকাবকি করি। এর কিছুক্ষন পর দেখতে পাই অর্পিতা তার রুমের দরজার পাশে গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকা থেকে ওই মেয়েকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকাৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এইচআই