Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, আহত ৩ বোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৮

দুর্ঘটনায় নিহত লোকনাথ বণিক

সুনামগঞ্জ: সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লোকনাথ বণিক, তিনি শহরের মধ্যবাজারের বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শহরের ওয়েজ খালীতে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সিএনজিচালিত অটোরিকশায় তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিকশা ঢাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয় এবং তিন বোন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা ওই যুবকের তিন বোন এ ঘটনায় আহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে

দুর্ঘটনা নিহত সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর