এক যুগ পর রাবিতে শিবিরের প্রকাশ্য কর্মসূচি
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫৩
ঢাকা: প্রায় এক যুগ পর প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর ঘটনায় তদন্তের দৃশ্যমান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় মসজিদ থেকে ‘ইসলামী ছাত্রশিবির’র ব্যানারে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো; আল কোরআনের অপমান, সইবে নারে মুসলমান; রাসুলের অপমান, সইবে নারে মুসলমান; আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা; সন্ত্রাসের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও- ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে রাবি শিবিরের প্রচার এবং মিডিয়া সম্পাদক নওশাদ জামান বলেন, ‘এক সপ্তাহ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে কোরআন পোড়ানো হয়েছে। ৫ তারিখের পরে স্বৈরাচার সরকার পালিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো তাদের অপতৎপরতা চলছে। বাংলাদেশের দুইটা জায়গা তাদের প্রধান টার্গেট, রাজশাহী বিভাগ ও চট্রগ্রাম বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ানোর ঘটনার সুষ্ঠ তদন্ত করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এ সময় শিবিরের দফতর সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গত ১২ জানুয়ারি কিছু দুর্বত্ত আমাদের কলিজার স্পন্দন কোরআনে আগুন দিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, তোমরা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। কোরআন পোড়ানোর আগুনের স্ফুলিঙ্গে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে ইরানে কোরআন অবমাননার কারণে এক খ্রিষ্টান পোপকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, যারা এই কোরআন পোড়ানোয় জড়িত তাদের এই জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এর জন্য যদি ছাত্রশিবিরকে আন্দোলনের মাঠে শহিদ হতে হয়, আমরা সেটার জন্যও প্রস্তুত।’
রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘কুরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কোরআনকে পুড়িয়ে আমাদের হৃদয়ে আঘাত দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা চুপি চুপি কেন করেছে, আমাদের সামনে প্রকাশ্যে এসে কোরআন পোড়াক। তাহলে শুধু ছাত্রশিবির নয়, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের শাস্তির ব্যবস্থা করবে। কোরআন পোড়ানোর এই ঘটনায় শিক্ষার্থীরা চরমভাবে মর্মাহত হয়েছে। এই কোরআন সবার মাঝে ছড়িয়ে দিয়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দেব। আমরা আমাদের কোরআনের বিপ্লব ঘটাব।’
রাবি শিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলাম ও এইচআরডি সম্পাদক সাহেদ ইমরান। এ সময় বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম