Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ রোধ অভিযান
২১ দিনে ৮ কোটি টাকা জরিমানা, ১ লাখ কেজি পলিথিন জব্দ

স্পেশাল করেসপডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:২৭

দূষণ রোধ অভিযান

ঢাকা: গত ২১ দিনে সারা দেশে পরিবেশ বিরোধী অভিযানে ২০৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৩৩টি মামলায় ৭ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভেঙে দেওয়া হয় ৮৮টি ইটভাটার চিমনি।

এ সময় ৫৬টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয় এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানের ছয়টি ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়। ২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে গত বছরের ৩ নভেম্বর থেকে সারা দেশে শুরু হওয়া পলিথিন বিরোধী অভিযানে এ পর্যন্ত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ২৬৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ৯৯ হাজার ১৩২ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া আটটি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

সবশেষ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাবনা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও ঢাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ছয়টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪০টি মামলায় এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আট জন মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় একটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। এ ছাড়া ১৭টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২১টি মামলায় ৮৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১ হাজার ৬৬১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সচিবালয় ও নিউমার্কেট এলাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। আর ঢাকার রমনা এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযানে ছয়টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৯ জন চালককে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

খিলগাঁও, শাহজাহানপুর, গুলশান ও মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের অভিযোগে ছয়টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাবনায় চারকোল কারখানার বায়ুদূষণের দায়ে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে দুইটি গাড়ির চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সারাবাংলা/জেআর/এইচআই

দূষণ রোধ অভিযান পলিথিন জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর