বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে ২৮ জানুয়ারি
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩৭
ঢাকা: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ জানুয়ারি। ওইদিন উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রতিষ্ঠানটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায়-দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৬ জানুয়ারি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের চলমান আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়েছে। এরপর আগামী ২৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায়-দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এতে আরও বলা হয়, ‘সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সর্বদা সজাগ এবং তাদের অধিকার নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি সর্বোচ্চ সোচ্চার রয়েছে। সরকার লে-অফ হওয়া কর্মচারী ও শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানাচ্ছে এবং দেশের স্বার্থে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করছে। বুধবার গাজীপুর মহাসড়কে ভাঙচুরে ও অগ্নিসংযোগে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা ও বিদ্যমান শ্রম পরিস্থিতি নিরসনকল্পে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত এক সভায় শ্রমিক নেতা মোশরেফা মিশু এবং অন্যান্য শ্রমিক নেতাদের উপস্থিতিতে দাবি করা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি বন্ধ শ্রম আইন অনুযায়ী বন্ধ করে দেনা পাওনাদি ও ক্ষতিপূরণ প্রদান করা হউক।’
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টির কোনো অস্বিত্ব নেই। অথচ এই ১৬ টি কোম্পানির বিপরীতে বার হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ১২টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে-অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। ৩টি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯ হাজার ৯২৫ (উনত্রিশ হাজার নয়শত পঁচিশ) কোটি টাকাসহ বেক্সিমকো লিমিটেড এর মোট ব্যাংক ঋণ বর্তমানে চল্লিশ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা ২৩ হাজার ২৮৫.৪২ কোটি টাকা। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা ও অর্থ কোথায় গিয়েছে জানা নাই।’
সারাবাংলা/জিএস/পিটিএম
২৮ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত টপ নিউজ বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠান