খুলনায় যুবক গুলিবিদ্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৪
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৪
খুলনা: খুলনার রূপসায় সন্ত্রাসীর গুলিতে ইকরাম হালদার (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইকরাম ওই এলাকার জামাল হোসেনের ছেলে।
আইচগাতী ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় ১০-১২ জনের একদল সন্ত্রাসী ইকরাম হালদারের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করে। ইকরাম বাধা দিলে সন্ত্রাসীরা তার ডান হাঁটুতে পিস্তল দিয়ে একটি গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখচ্ছে। দোষীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
সারাবাংলা/এইচআই