Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৩

নোয়াখালীর চাটখিল থানার পুকুর থেকে উদ্ধার হওয়া চায়না রাইফেল। ছবি: সারাবাংলা।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) বিকেলে চাটখিল থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে ওই রাইফেল লুট করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি করে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হবে বলে জানান ওসি।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর