Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী!
সেই অধ্যাপককে পরিচালকসহ একাধিক পদ থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৪

বেরোবি অধ্যাপক ড. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেত্রীকে পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনকে অর্থ ও হিসাব দফতরের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় তাকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের সই করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে একইদিন অর্থ ও হিসাব দফতরের পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামানকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্স পরীক্ষায় অংশ না নিলেও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পাস করানোর অভিযোগ উঠে একই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সুরাইয়া ইয়াসমিন ঐশী ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকা এই নেত্রী ছিলেন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাইদ হত্যার পর থেকেই আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুন: ছাত্রী-শিক্ষককে বরখাস্তের দাবি, তদন্ত কমিটি গঠন

তবে বিভাগ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী ঐশী অংশ নেননি। তবে ঐশীর ফলাফল আসে। তাকে ২৫ মার্কের মধ্যে অধ্যাপক ড. রুহুল আমীন ১৬ নম্বর দিয়েছেন; আর উপস্থিতিতে দিয়েছেন ৫ মার্কের মধ্যে ৫। সবমিলিয়ে ২৫ মার্কের মধ্যে ২১ পেয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীন বলেন, ‘আমি মাস্টার্স ১ম সেমিস্টারের সব বিষয় জুলাই-আগস্টের আগেই সম্পন্ন করেছি। তখন ঐশী পরীক্ষা দিয়েছিল।’ তবে সুরাইয়া ইয়াসমিন ঐশীর একাধিক সহপাঠী জানান, ওই কোর্সের মিডটার্ম পরীক্ষার দিন সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা দিতে দেখেননি। তবে অধ্যাপক ড. রুহুল আমীন ঐশীর পরীক্ষা অন্য সময় বা অন্য কক্ষে পরীক্ষা নিয়েছেন কিনা সহপাঠীরা তা বলতে পারছেন না। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় বলেন, ‘আমি জুলাই অভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি।’

এ বিষয়ে জানতে সুরাইয়া ইয়াসমিন ঐশীর মুঠোফোনে একাধিবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে গণমাধ্যমে দেয়া তার বক্তব্যে তিনি দাবি করেছেন ওই পরীক্ষা তিনি দিয়েছেন। তবে কবে দিয়েছেন সেই তারিখটা তার মনে নেই।

এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। এই তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

ক্যাম্পাসে আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক ড. রুহুল আমীন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন উপাচার্যের সময় প্রক্টর, হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেল আইকিউএসি’র পরিচালক ছিলেন। এদিকে ৫ আগস্টের পর নতুন উপাচার্য যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়; তবে সমালোচনার মুখে বৃহস্পতিবার তাকে সেই পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর