Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জানালা বাংলাদেশ’র ২৪ বছর পূর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

কমিউনিকেশন খাতের প্রতিষ্ঠান জানালা বাংলাদেশ এর ২৪ বছর পূর্তি উদযাপন

ঢাকা: কমিউনিকেশন খাতের প্রতিষ্ঠান জানালা বাংলাদেশ তাদের ২৪ বছর পূর্তি উদযাপন করেছে। ২৪ বছর আগে রেজাল্ট ড্রিভেন স্ট্র্যাটেজির মাধ্যমে কমিউনিকেশন জগতে বিপ্লব ঘটানোর লক্ষ্য নিয়েই জানালা বাংলাদেশ শুরু করেছিলো তাদের যাত্রা। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে জানালা বাংলাদেশ এখন দাপুটে অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানালা বাংলাদেশ-এর যাত্রা শুরু হয় ২০০১ সালে। আজ এটি একটি সোশ্যাল ও বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের এক্সপার্ট সল্যুশন নিয়ে প্রিমিয়ার ৩৬০ ডিগ্রি মার্কেট কমিউনিকেশন এজেন্সি হিসেবে প্রতিষ্ঠিত। ২৪ বছরের এই যাত্রায় জানালা বাংলাদেশ ৩২টি ইন্ডাস্ট্রি ভার্টিক্যালে ৫০০টিরও বেশি ক্লায়েন্টকে সার্থকভাবে সেবা দিয়ে আসছে। শক্তিশালী কমিউনিকেশন স্ট্র্যাটিজি ও টুলসের মাধ্যমে জানালা বাংলাদেশ সোশ্যাল কমিউকেশন সেক্টরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।

বিজ্ঞাপন

বিগত ২৪ বছরে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দনের দূরদর্শী নেতৃত্বে জানালা বাংলাদেশ একটি ক্রিয়েটিভ স্টার্টআপ থেকে কমিউনিকেশন স্ট্র্যাটিজির পাওয়ার হাউজে পরিণত হয়েছে। তিনি বিশ্বাস করেন, জানালা বাংলাদেশ শুধুমাত্র পোর্টফোলিও তৈরিতে নয়; ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজি ও নির্ভুল এক্সিকিউশনেও পারদর্শী।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘ ২৪ বছরের এ যাত্রায় জানালা বাংলাদেশ ১ হাজার ৩৫০ এরও বেশি কমিউনিকেশন স্ট্র্যাটিজি ও ১ হাজার ৫০০ এরও বেশি অডিওভিজ্যুয়াল তৈরি করে পৌঁছে গেছে গ্রাম ও শহরের অসংখ্য মানুষের কাছে। বাংলাদেশের ৬৪টি জেলায় ১ হাজার ২০০ এরও বেশি অ্যাক্টিভিশনের মাধ্যমে এজেন্সিটি দেশ-বিদেশে ১৪ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ৪টি মহাদেশের ৯টি দেশে বিস্তৃতির মাধ্যমে জানালা বাংলাদেশ উদ্ভাবনী সমাধানের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা অর্জন করেছে।

বিজ্ঞাপন

জানালা বাংলাদেশ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প সম্পন্ন করেছে, যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও সাস্টেইনেবল ডেভেলপমেন্টে অগ্রণী ভূমিকা রেখেছে। একইসাথে জানালা বাংলাদেশ বিভিন্ন প্রাইভেট সেক্টরের জন্যও দারুণ সব প্রোজেক্টে কাজ করেছে, যা উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে উন্নয়ন ঘটিয়েছে। শক্তিশালী হিউম্যান রিসোর্স নেটওয়ার্ক তৈরির মধ্য দিয়ে এর সাফল্য আরও প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমেই জানালা বাংলাদেশ অর্জন করেছে আইএসও সার্টিফিকেট।

সারাবাংলা/ইএইচটি/এনজে

জানালা বাংলাদেশ পূর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর