বগুড়ার বাহিনী প্রধান দুর্ধর্ষ নুরু ঢাকায় গ্রেফতার
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:০১
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার সন্ত্রাসী বাহিনীর প্রধান এক ডজনেরও বেশি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ নুরুজ্জামান নুরুকে (৪০) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠায় ডিবি পুলিশ। সকালে তাকে বগুড়ায় আনা হয়। এর আগে বুধবার আশুলিয়া থানা পুলিশ নুরুকে ঢাকা থেকে গ্রেফতার করে।
নুরুজ্জামান নুরু শাজাহানপুরের মাঝিরা (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। নুরু ঠ্যাং কাটা নুরু নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, নুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলে পালিয়ে থাকে। শিক্ষার্থীরা টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। গত বছরের এপ্রিলে তার বাহিনীর এক সদস্যকে ছাড়িয়ে নিতে সে থানায় হামলা হামলা চালায় । বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
সারাবাংলা/এসআর
দুর্ধর্ষ নুরু নুরু ঢাকায় গ্রেফতার বগুড়ার বাহিনী প্রধান গ্রেফতার