গণঅভ্যুত্থান দিবস আমাদের প্রেরণার উৎস: মির্জা ফখরুল
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:০১
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণঅভ্যুত্থান দিবস আমাদের প্রেরণার উৎস।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে তিনি এ বিবৃতি দেন। ১৯৬৯ সালের এ দিনে ছাত্র-জনতার দৃঢ় ঐক্য দীর্ঘ আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল। স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতন্ত্র ও স্বাধীকার অর্জনের চেতনাকে শাণিত করে এবং সকল অন্যায় অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রেরণা জোগায়।’
বিবৃতিতে ঊনসত্তরের গণআন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপির মহাসচিব।
সারাবাংলা/এজেড/এমপি
ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর