Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেক্সিমকোর বন্ধকৃত কারখানা খুলে দেয়ার দাবি  শ্রমিক কর্মচারী ফেডারেশনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫১

ঢাকা: বেক্সিমকোর বন্ধকৃত কারখানা খুলে দেয়াি এবং বকেয়া বেতন পরিশোধে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য জন্য  সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি কমরেড মানস নন্দী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গাজীপুর মহানগরীর  সারোবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা গত ১৫ ডিসেম্বর বন্ধ ঘোষণা করা হয়, ছাঁটাই করা হয় ৪২ হাজার শ্রমিককে।এর পূর্বে কয়েক মাস ধরে এসব শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করছে না কর্তৃপক্ষ। বন্ধ কারখানা খুলে দেওয়াসহ  বকেয়া বেতন পরিশোধের দাবিতে বন্ধকৃত কারখানার শ্রমিকরা গত একমাস ধরে শান্তিপূর্ণ  আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের দিক হতে আলোচনা করে উদ্ভুত সংকট নিরসনে কার্যকর কোন উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না । অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্তের উপর ৪২ হাজার শ্রমিক ও তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করছে।

বিবৃতিতে বিগত স্বেচ্ছাচারী ফ্যাসিবাদী সরকারের আমলের মতো দমন পীড়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন বন্ধ করার তৎপরতা না করে আলোচনার মাধ্যমে সংকট নিরসন, বন্ধকৃত কলকারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন বেক্সিমকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর