Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩

ঠাকুরগাঁও: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক, জনগণ যেটিকে অনুমোদন করবে- আমরা মনে করি, সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ’৭১ সালে জামায়ত ও পাকিস্তানি সেনাবাহিনী নিজেদের দেশ প্রেমিক বলেছিল। সেই পাকিস্তানি ধারা থেকে জামায়াত বেড়িয়ে আসতে পেরেছে কি না- জাতি জানতে চায়। বিএনপি ১৭ বছর ধরে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্র ও স্বাধীনতার প্রত্যাশায়।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।  বিএনপির এই লড়াই যাতে আরও শক্তিশালি হয়, সে জন্য সারাদেশে বিএনপির সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,আমিনুল ইসলাম,কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

ঠাকুরগাঁও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর