Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৪

চট্টগ্রামে ইসলামিক স্মৃতিস্তম্ভ। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ইসলামি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর চকবাজারের ওয়ালি বেগ খাঁ মসজিদ মোড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে ইসলামি স্মৃতিস্তম্ভটি ভূমিকা রাখবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অলি খাঁ বেগ মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এর ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। মনুমেন্ট আমরা করেছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে এ মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এ মসজিদের ঐতিহ্য, নিদর্শন ও পুরাকীর্তি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয় বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে ইসলামিক স্মৃতিস্তম্ভ উদ্বোধন। ছবি: সারাবাংলা।

‘মানুষ যখনই চট্টগ্রামে আসে এই ওয়ালি বেগ খাঁ মসজিদটি দেখতে আসে। আমি মনে করি, এটা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা ভূমিকা রাখবে।’

সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মেয়র শাহাদাত বলেন, ‘ রাজনৈতিক যে একটা কালচার হয়ে গেছে, যে আসবে তার ছবিটা দিয়ে ম্যুরাল বানানো, এটা আসলে স্থায়ী নয়। আল্টিমেটলি যে স্টেজে গিয়ে আরেকটি দল আসে, সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমরা মনে করি, আমাদের যে কালচার, আমাদের মসজিদের যে সৌন্দর্যবর্ধন এবং এর যে একটা অতি পুরাতন ঐতিহ্য- এটাকে সংরক্ষণ করতে হবে।’

চট্টগ্রাম নগরীতে আরও ইসলামিক স্তম্ভ করা হবে কি না এমন প্রশ্নে ডা. শাহাদাত বলেন, ‘এরকম আমাদের প্ল্যান আছে। যে মসজিদগুলো ঐতিহ্যবাহী মসজিদ এবং যে ইসলামিক নির্দশনগুলো ঐতিহ্যবাহী। অক্সিজেন ও কোতোয়ালী চত্বরে আমরা করছি। এ ধরনের আমাদের চিন্তাভাবনা আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

ইসলামিক স্মৃতিস্তম্ভ চট্টগ্রাম

বিজ্ঞাপন

প্রথম হারে টনক নড়েছে রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর