ড্রাইভারকে মারধরের ঘটনায় ইসিতে সংশ্লিষ্টদের বিক্ষোভ
২৩ জানুয়ারি ২০২৫ ১৪:২২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮
ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কক্ষের সামনে হট্টগোল করেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ড্রাইভারসহ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারিরা জড়ো হন।
পরে সাড়ে ১২টার দিকে মিটিং শেষে সচিব ও অতিরিক্ত সচিব এসে তাদের বিচারের আশ্বাস দিলে সেখান থেকে সবাই চলে যান।
এর আগে, মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে অফিসটির গাড়ি চালক রবিন ইসলাম মদুদ লিখিত অভিযোগ করেন।
সচিবের কাছে জমা দেওয়া অভিযোগে রবিন ইসলাম মদুদ উল্লেখ করেন, ‘মঙ্গলবার (২১ জানুয়ারি) আনুমানিক ৩টা ৩৫ মিনিটের সময় তাকে অফিস সহায়ক উশা আফরিনকে দিয়ে অফিসে ডেকে নেন হুমায়ুন কবির। ওই সময় দু’জন কর্মকর্তা ও একজন কর্মচারী উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়ি চালকের কাছে গাড়ির চাবি ও গাড়ি চাইলে তিনি লিখিত আকারে বুঝে নিতে বলেন। তখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তার দিকে রুখে আসেন। সেখানে উপস্থিত থাকা খুলনা সদর থানার নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস ইশারা করে চাবি দিয়ে দিতে বলেন। তখন তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে চাবি দিয়ে দেন। তখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চাবি নিয়ে উত্তেজিত হয়ে আমার মুখের উভয় পাশে এলোপাতাড়ি চড় ও ঘুষি মারেন।’
তিনি আরও অভিযোগ করেন, পরে দরজা খুলে বের হতে গেলে পেছন থেকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে আঘাত পেয়ে দাঁত ভেঙে যায়। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা গ্রহণ করেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, চিকিৎসারত অবস্থায় ফোনে অফিসে ডেকে বদলীর চিঠি ও অবমুক্তের আদেশ হাতে ধরিয়ে দেন।
সারাবাংলা/এনএল/এমপি