Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২০:৩৮

সাংবাদিক দম্পতি রুপা ও শাকিল

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগের মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

একইসঙ্গে আপিল বিভাগে তাদের জামিনের ওপর শুনানির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত মঙ্গলবার (২১ জানুয়ারি) এ আদেশ দেন। বুধবার (২২ জানুয়ারি) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগে গত ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে কারাগারে পাঠান আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন স্থগিত টপ নিউজ শাকিল-রুপা সাংবাদিক দম্পতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর