ইতিহাসে গড়ে বিলিয়নিয়ার ক্লাবে রিয়াল মাদ্রিদ
২২ জানুয়ারি ২০২৫ ২০:৪৮
ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল তারা। ট্রফি কিংবা ঐতিহ্য, সবদিক দিয়েই রিয়াল মাদ্রিদের ধারেকাছেও নেই বেশিরভাগ ক্লাব। এবার তাদের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। প্রথম ক্লাব হিসেবে এক বছরে আয়ের দিক দিয়ে ‘বিলিয়নিয়ার’ হয়ে নতুন রেকর্ড গড়েছে কার্লো আনচেলত্তির দল।
২০২৫ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নসের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের গত মৌসুমের আয় বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। এই মুহূর্তে তাদের আয় ১.০৬৫ বিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে এর আগে কোনো ক্লাবই আয়ের দিক দিয়ে এই মাইলফলক ছুঁতে পারেনি। ৮৩৮ মিলিয়ন ইউরো আয় নিয়ে রিয়ালের পরেই আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ৮০৬ মিলিয়ন ইউরো আয় নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রেঞ্চ লিগের ক্লাব পিএসজি।
রিয়ালের এই আয়ের বড় অংশ এসেছে বার্নাব্যু স্টেডিয়ামের কল্যাণে। এখানে ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে তারা, যা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। ভিআইপি সিটে আয় হয়েছে বাড়তি ৮৩ মিলিয়ন ইউরো। এছাড়াও বিজ্ঞাপন চুক্তি থেকে আয় বেড়েছে ২৬ শতাংশ, সম্প্রচারে আয় বেড়েছে ৮ শতাংশ।
রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৮ বিলিয়ন ইউরো। ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো। অ্যাকাডেমির ফুটবলার বিক্রি করেও বড় আয় করে রিয়াল। সব মিলিয়ে এই বিভাগে তাদের আয় ছিল ২১৮ মিলিয়ন ইউরো।
আয়ের মতো ব্যয়ও বেড়েছে রিয়ালের। বর্তমানে তাদের কর্মী খরছ ৫০৫ মিলিয়ন ইউরো, যা আগের মৌসুমের চেয়ে ১২ শতাংশ বেড়েছে। বেতন, বোনাস ও অন্যান্য খরচও প্রতিনিয়তই বাড়ছে। তবে ব্যয়ের চেয়ে আয় বেশি থাকায় বরাবরই বছর শেষে লাভের মুখ দেখছে রিয়াল।
সারাবাংলা/এফএম