Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ ডেপুটি জেলারের বদলি

স্পেশাল করেসপডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৪০

কারা সদর দফতর

ঢাকা: ১২ জন ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

বদলি হওয়া ডেপুটি জেলাররা হলেন— জান্নাতুল ফেরদৌসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে, আবু ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, মো. বিলাল ‍উদ্দীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, তোফায়েল আহমেদ খানকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে মাদারীপুর জেলা কারাগারে, সজীব কুমার সাহাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, মনির হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, মোসা. মোতাহারা খাতুনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জান্নাতুল রাকিবাকে বগুড়া জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, রোখসানা ইয়াসমিনকে দিনাজপুর জেলা কারাগার থেকে বগুড়া জেলা কারাগারে এবং মনিরুল হাসানকে পিরোজপুর (প্রেষণে সিলেট সদর দফতর) কারাগার থেকে পিরোজপুর জেলা কারাগারে (প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২) বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

কারা অধিদফতর ডেপুটি জেলালের বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর