‘‘সব চক্রান্ত মোকাবিলা করেই বিএনপি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে’
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৩৮
ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, সব চক্রান্ত মোকাবিলা করেই বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বিএনপির জয়যাত্রা ব্যাহত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।
বুধবার (২২শে জানুয়ারি) রাজধানীর নয়াপল্টননে ভাসানী মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, ‘‘বিএনপির জন্ম এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উৎপাদন ও উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে বিএনপির শিকড়। দেড় যুগের লুটেরা, খুনি, মামলাবাজ, ধর্ষক, নোংরা রাজনীতির পৃষ্ঠপোষকদের রাজনৈতিক ও সামজিকভাবে বয়কট করতে হবে।’’
কর্মীসভায় লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, ডেমরা, যাত্রাবাড়ী, কোতোয়ালি ও রমনা থানা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ন. ম. সাইফুল ইসলাম, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, মজিবুর রহমান মজু প্রমুখ।
সারাবাংলা/এজেড/আরএস