‘জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে’
২২ জানুয়ারি ২০২৫ ১৮:১২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:২৬
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করা হচ্ছে। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানির মামলা দেওয়া হচ্ছে।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নরসিংদী জেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। আধাপেট খাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এক কথায় দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন।’
তিনি বলেন, ‘দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে যেকোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, দেশি-বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থীতিশীল ও বিপদজনক অবস্থা সৃষ্টি হতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার চেষ্টা করছেন, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু তারা সফল হতে পারছেন না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটাই বাস্তবতা।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘এমন বাস্তবতায় দেশে একটি শক্তিশালী সরকার প্রয়োজন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যাতে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন হয়, সে ধরনের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ বিচার পাচ্ছে না, সেবা পাচ্ছে না, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে সহায়তা পাচ্ছে না। এ অবস্থায় দেশ একটি অনিশ্চিত ও অশান্ত পরিস্থিতির দিকে ধাবিত বলে আশঙ্কা করছি।’
জাতীয় পার্টি নরসিংদী জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র সভাপতিত্বে বক্তব্য দেন পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, জেলা সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নেওয়াজ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. শামীম হাসান ও সদস্য আবু সাঈদ স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নি, চেয়ারম্যানের প্রেস সেক্রেটরি খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানসহ জেলার নেতারা।
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ