৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ: আমীর খসরু
২২ জানুয়ারি ২০২৫ ১৭:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫
ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের গঠন করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘যুক্তরাষ্ট্রের বিএনপি নেতৃবৃন্দ’ এর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলো তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। আমরা একত্রিত হয়ে দেড় বছর আগেই সংস্কার সুপারিশ দিয়েছি। বেগম খালেদা জিয়া ছয় বছর আগে সংস্কার ঘোষণায় বলে গেছেন যে, কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। শুধু বিএনপিই নয়, ৩১ দফা বাস্তবায়ন আলোচনায় আমরা শুধু বিএনপি একা নই, আমাদের সাথে যারা ছিল, ঐক্যবদ্ধভাবে আমরা এই আলোচনা করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘‘প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের নিজস্ব ভাবনা আছে, দর্শন আছে, চিন্তা আছে। সব জায়গাতে আমরা একমত হবো তাও না। কিন্তু আমাদের কতগুলো বিষয়ে ঐকমত্যের প্রয়োজন, সেটা হচ্ছে- গণতন্ত্র। যে জায়গায় ঐকমত্য হবে না, সেটা করার অধিকার কারো নাই। এটার করতে হলে একমাত্র পথ হচ্ছে, আমাদের রাজনৈতিক দ গুলোকে যেতে হবে আগামী নির্বাচনে। তারা কী কী করতে চায়, জনগণের মতামত নিয়ে সংশোধন হতে হবে, সেই সংসদই সিদ্ধান্ত নিবে।
এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসেনি- এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের বিপরীতমুখী কাজ করলে সেটা হবে না। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আমরা এই সরকারকে সমর্থন করছি, যত তাড়াতাড়ি সম্ভব যাতে একটি গণতান্ত্রিক দেশ ফিরে আসে, এজন্য নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠিত হোক। ’
প্রবাসীদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করছে যারা , আমরা তাদের অবদানটাও তুলে ধরতে সক্ষম হইনি।
প্রবাসীদের যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তারা রেমিট্যান্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিট্যান্স পাঠানো বন্ধ করে যুদ্ধ করেছে। শেখ হাসিনা পতনের পেছনে যে প্রবাসীদের অবদান আছে, এর জন্য প্রবাসীদের একটা ডকুমেন্ট তৈরি করা আহবান জানান তিনি।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জুলি, সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, ফ্লোরিডা বিএনপির সভাপতি এমরান হক চাকলাদার, আব্দুল খান হারুন, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলেমউদ্দীন হাওলাদার আরিফ প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এফএন/আরএস