Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স
২১ স্থাপনার ৪টি শেষ, ৩টি চলমান, এখনো বাকি ৭টি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৩:২৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৪:২৩

-ছবি: সংগৃহীত

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের নির্মাণ কাজ চলমান রয়েছে। শেষের পথে রয়েছে প্রকল্পের প্রথম অংশের কাজ। সম্প্রতি প্রকল্পের সংশোধিত প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এতে অনুমোদিত ব্যয় দাঁড়িয়েছে ১৮ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। গত ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।

গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) ৬ষ্ঠ সভায় নির্ধারিত সময়ে গুণগতমান বজায় রেখে সংশোধিত ডিপিপি অনুযায়ী কর্মপরিকল্পনা ও ক্রয় পরিকল্পনা প্রণয়ন করে যথাযথভাবে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত ওই সভায় রংপুর বিভাগীয় কমিশনার জানান, রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের অনুমোদিত মাস্টার প্ল্যানে মোট ২১টি স্থাপনা রয়েছে। ইতোমধ্যে ৪টি স্থাপনার (বিভাগীয় কমিশনার কার্যালয়, মাল্টিপারপাস বিল্ডিং, সাবস্টেশন ও গার্ড শেড) নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ৩টি স্থাপনার (বিভাগীয় কমিশনার বাংলো, ডিআইজি বাংলো ও বডিগার্ডদের আবাসন) কাজ চলমান রয়েছে। অবশিষ্ট ১৪টি স্থাপনা নির্মাণ কাজ বাকী রয়েছে।

প্রকল্প পরিচালক জানান, সভায় অনুমোদিত সংশোধিত ডিপিপি অনুসারে কর্মপরিকল্পনা ও ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও সম্পাদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সারাবাংলা/জেজে/আরএস

রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর