‘আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যাবার আগ্রহ নেই বিএনপির’
স্টাফ করেস্পন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৩:১৯
২২ জানুয়ারি ২০২৫ ১৩:১৯
ঢাকা: আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যাওয়ার বিএনপির আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার (২২ জানুয়ারি) সকালে যুক্তরাজ্য বিএনপির নেতাদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ড. মঈন খান বলেন, ‘সরকার থাকার সময়ে আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছে। ফ্যাসিস্টদের নিয়ে কেন নির্বাচনে যাব? ফ্যাসিস্টদের নিয়ে নির্বাচনের আগ্রহ নেই বিএনপির। স্বৈরাচার বিরোধী প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনদের ওপর জুলুম করেছে আওয়ামী লীগ সরকার।’
তিনি বলেন, ‘সরকারের গুরুদায়িত্ব হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এই দায়িত্ব পালনে বিএনপি সহযোগিতা করে যাচ্ছে।’
সারাবাংলা/এফএন/এমপি