Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৩:০৫

মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নেমেছেন দেশটিতে গমনেচ্ছু কিছু কর্মী। ছবি: সারাবাংলা

ঢাকা: টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নেমেছেন দেশটিতে গমনেচ্ছু কিছু কর্মী।

বুধবার (২২ জানুয়ারি) সকালে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান করেন। এক পর্যায়ে তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এ সময় বিভিন্ন দিক থেকে আসা যানবাহণ কারওয়ান বাজার মোড়ে আটকা পড়ে। তখন পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেয়।

এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘এক দফা এক দাবি মালোশিয়া যেতে চাই’, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও।’

আন্দোলনে অংশ নেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম উপদেষ্টারা এসে আমাদের দাবি শুনবে, আমাদের যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু পুলিশের কারণে এখান থেকে আমাদের সরে যেতে হচ্ছে।’

তিনি আরও জানান, এখন আমরা কারওয়ান বাজার মোড় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যাচ্ছি।

আন্দোলনে অংশ নেওয়া কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনেক আগে টাকা দিয়েছি। যাওয়ার ব্যবস্থা করবেন বলে কয়েক মাস থেকে ঘুরাচ্ছে রিক্রুটিং এজেন্সি। অনেকেই বলেছেন, তারা অর্থ ফেরত চেয়েছেন কিন্তু তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।’

আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান গনমাধ্যম কর্মীদের বলেন, ‘উনারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে, অনেক রোগী যাতায়াত করে। তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু উনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি, তখন আমরা তাদেরকে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

এদিকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার ছেড়ে দিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

সারাবাংলা/জেআর/এমপি

আন্দোলনকারী কর্মী মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর