Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১৩:০৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের একদিন পরেই হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। তবে নির্বাচনী প্রচার চালানোর সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা নিয়েই শুল্ক আরোপ করেননি তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প অভিযোগ করে বলেন, চীন থেকে মেক্সিকো ও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল পাঠানো হচ্ছে। এ কারণেই চীনের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।

কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীন ও ইইউয়ের ওপরও শুল্ক আরোপের জন্য তিনি ১ ফেব্রুয়ারির নতুন সময়সীমা নির্ধারণ করেছেন।

কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীন ও ইইউয়ের ওপরও শুল্ক আরোপের জন্য তিনি ১ ফেব্রুয়ারির নতুন সময়সীমা নির্ধারণ করেছেন।

ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য খুব, খুব খারাপ। তাই তাদের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে। এটিই একমাত্র পথ। আপনারা ন্যায্যতা পেতে যাচ্ছেন।’

হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও নিষিদ্ধ মাদকের (ফেন্টানাইল) প্রবেশ বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

নাভারো বলেন, ‘তিনি কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ২৫, ২৫ এবং ১০ (শতাংশ) অথবা যাই হোক না কেন, বিবেচনা করছেন কারণ ফেন্টানাইলের ওভারডোজের কারণে প্রতিদিন ৩০০ আমেরিকানের মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

ট্রাম্পর এর আগে (ফেন্টানাইল) বাণিজ্যের জন্য চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আরোপ না করে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন।

এছাড়াও চীন থেকে আসা রাসায়নিকসহ কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও ফেন্টানাইল পাচার বন্ধ না করা পর্যন্ত দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে রাখার কথা বিবেচনা করছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর