পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু
২২ জানুয়ারি ২০২৫ ১০:২০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১১:৪৪
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রাত সাড়ে ৩টায় পদ্মা নদীতে তীব্র কুয়াশার ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ রুটের চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।’
এ ছাড়া কুয়াশার কারণে রাত পৌনে ২টার দিকে বন্ধ করা হয় আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি বলে বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান।
সারাবাংলা/এমপি