Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না’

স্পেশাল করেসপডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২১:৫২

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ

ঢাকা: জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের বাপের সম্পত্তি মনে করেছিল। ২১ বছর পর ক্ষমতায় এসে এরা দেশে আবারও একনায়কতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি কেউ জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করে, তাহলে বাংলাদেশের জনগণ তাদের ছেড়ে দেবে না।’

তিনি বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাস্টিট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনো বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেই অধিকার আমরা ফিরে পাইনি।’

শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সংগঠন আছে বৈষম্যবিরোধী আন্দোলন। তারা জুলাই বিপ্লবকে নিজেদের কৃতিত্ব দাবি করছেন। এই অভ্যুত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি, দেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এর মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান।’

সাজ্জাদুল মিরাজ বলেন, ‘১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে। তিন হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অসংখ্য নেতা-কর্মীকে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবে শুধু বিএনপির ৫ শতাধিক কর্মী বুকের তাজা রক্ত দিয়েছে। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করে। আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করবে না।’

বিজ্ঞাপন

মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান শান্ত’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

সারাবাংলা/এজেড/ এইচআই

ঢাকা মহানগর উত্তর যুবদল শরিফ উদ্দিন জুয়েল

বিজ্ঞাপন

নায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা!
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

আরো

সম্পর্কিত খবর