Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বয়কের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৪০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় রাউজান থানায় মোহাম্মদ বিল্লাল নামে একজন মামলা দায়ের করেন। এর আগে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হামলার ঘটনা ঘটে। ওই সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও সমন্বয়ক এবং নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতার আবদুল্লাহ আল হামিম (২৩) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সোমবার উপজেলা কমপ্লেক্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল। সেখানে হামীমের নেতৃত্বে হামলার অভিযোগে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে হামীমসহ চারজন ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় হামীমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

হামীম ছাত্রলীগের কর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি একসময় ছাত্রলীগ করত বলে আমরা জানতে পেরেছি।’

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে আমিও ছিলাম। সেখানে তেমন কিছু ঘটেনি। হামীম অনুষ্ঠানস্থলে কয়েকজনকে নিয়ে ভেতরে ঢুকে রাফিকে কিছু প্রশ্ন করে। এতে সামান্য হট্টগোল সৃষ্টি হয়। পরে আমি হামীমকে অন্যদিকে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

হামীম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘একসময় সে ছাত্রলীগ করত। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। গত বছরের ৪ আগস্ট তিনি আন্দোলনে অংশ নিতে ঢাকাও গিয়েছিলেন। সেটা জাতীয় নাগরিক কমিটিও নিশ্চিত করেছে।’

সারাবাংলা/আইসি/এমপি

গ্রেফতার ছাত্রলীগ কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর