Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি-হিসাব জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৪১

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

একইদিন নাঈমুর রহমান দুর্জয়ের এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে নাঈমুর রহমান দুর্জয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি অপরাধমূলক অসদাচারণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে মোট ৪ কোটি ২২ লাখ টাকা নিয়েছিলেন। এ ছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা এবং ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা উত্তোলন করেন। ‘দুর্নীতি ও ঘুষ’ থেকে পাওয়া এই অর্থের উৎস গোপন ও স্থানান্তর, হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুর্জয় তার সম্পদ অন্য কোথাও হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

এরপর দুদকের আবেদন মঞ্জুর করে আদালত। দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি- ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এইচআই

নাঈমুর রহমান দুর্জয়

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর