‘ফেব্রুয়ারি থেকে হর্নমুক্ত নগরী গড়তে চালু হচ্ছে ক্যাম্পেইন’
২১ জানুয়ারি ২০২৫ ১৮:১৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:২৩
ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশকে হর্নমুক্ত করতে সবাইকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে এবং হর্ন ব্যবহার কমাতে হবে। আর এ কাজে তরুণ বা শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সবকিছুতেই প্লাস্টিক পাওয়া যাচ্ছে। মাছ ও লবনে পর্যন্ত মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে। তাই দেশে প্লাস্টিক বন্ধ করতে হলে আগে নিজেদের প্লাস্টিক ব্যবহারে না বলতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তা-ভাবনা করতে হবে এবং সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার কথাও বলেন তিনি। সে সঙ্গে তরুণ প্রজন্মকে পলিথিনের বিকল্প ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিন যে ক্ষতিকারক এ বিষয়ে সবার জানা। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এটি বন্ধের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি, ড. ফারহিনা আহমেদ শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত হওয়ায় ধন্যবাদ দেন। সেসঙ্গে সবাই এমন কাজে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপদেষ্টা পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেন।
সারাবাংলা/এনএল/এনজে